দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ৬৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব রোগী ও মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন রোগীদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন। এছাড়া বরিশালে ১০৮ জন, ঢাকার অন্যান্য জেলায় ১০২ জন, চট্টগ্রামে ৯৬ জন, রাজশাহীতে ৩৮ জন, খুলনায় ৩৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে ২০২৫ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৭ জনের, যাদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৮১ জন নারী। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই নারী এবং একজন পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জনে। এর মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। তুলনায় ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৭০৫ জন এবং মোট রোগী ছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।