এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে ওঠার আশা জাগিয়ে রাখল টাইগাররা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫৪ রান। জবাবে আফগানিস্তান লড়াই করলেও শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় ১৪৬ রানে।
এই জয়ের মাধ্যমে বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন গ্রুপে দ্বিতীয় স্থানে আছে টাইগাররা। সুপার ফোরে যেতে হলে এখন বাংলাদেশের দিকেই তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পরবর্তী ম্যাচগুলোর ফলাফলের দিকে।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী বোলিংয়ে চাপে ফেলে আফগানিস্তানকে। মোস্তাফিজুর রহমান ৩ উইকেট নিয়ে ছিলেন কার্যকর। নাসুম আহমেদ দুর্দান্ত স্পেল করে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট এবং হন ম্যাচসেরা। রিশাদ হোসেন ও তাসকিন আহমেদও ২টি করে উইকেট শিকার করেন।
উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ৬৩ রানের ঝড়ো শুরু এনে দেয় বাংলাদেশকে। তানজিদ ৩১ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এরপর তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী ও সোহান ছোট ছোট ইনিংস খেলে স্কোরবোর্ডে যুক্ত করেন মূল্যবান রান।
গুরবাজ করেন সর্বোচ্চ ৩৫ রান, আজমতউল্লাহ ৩০ এবং রশিদ খান করেন ২০ রান। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা সুবিধা করতে পারেনি।
বোলিংয়ে আফগানিস্তানের হয়ে রশিদ ও নুর আহমদ ২টি করে উইকেট নেন। আজমতউল্লাহ ওমরজাই পান ১টি উইকেট।