রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে চান্দের গাড়ি দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১২ জন, যাদের অধিকাংশই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন ওই বিভাগের আরও ১১ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল পর্যটন ভ্রমণে সাজেক যাচ্ছিল। খাগড়াছড়ি থেকে যাত্রাকালে হাউসপাড়া এলাকায় পাহাড়ি পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, “এ ঘটনায় একজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।”