বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে, অন্তত একবারের জন্য হলেও দেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচন হওয়া প্রয়োজন। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
তিনি জানান, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, ও নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধিদের খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে,” বলেন তিনি।
জামায়াত নেতা জানান, দলটি সংসদের উভয় কক্ষে (উচ্চ ও নিম্ন) পিআর ভিত্তিক নির্বাচন চায়। তার ভাষায়, “আমরা মনে করি, পিআর পদ্ধতি অনেক সমস্যার সমাধান এনে দিতে পারে। এতে কেন্দ্র দখল, অর্থ ব্যয়ের প্রভাব কমে আসবে, কারণ কোনো একক প্রার্থী নির্বাচনী এলাকার মালিকানা দাবি করতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমরা আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাস করি। তবে তার জন্য চাই উদার ও নিরপেক্ষ মানসিকতা।”
ডা. তাহের বলেন, “আমরা কখনো বলিনি নির্বাচনে যাব না। বরং আমরা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে, পিআর পদ্ধতিই সঠিক পথ। অন্তত একটি বার পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। ফলাফল ভালো না হলে ভবিষ্যতে পরিবর্তন সম্ভব।”
জামায়াতের দাবি অনুযায়ী, ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিরাও জানিয়েছেন, তাদের অধিকাংশ দেশেই পিআর পদ্ধতি চালু রয়েছে। ফলে তারা বিষয়টি সহজেই উপলব্ধি করতে পেরেছেন।