November 23, 2025, 10:00 pm

জাতীয় সংসদ নির্বাচনে ৪২,৬১৮ ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ

  • Update Time : Thursday, September 11, 2025
  • 33 Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি’র সিনিয়র সচিব মো. আখতার হামিদ এ তথ্য জানান।

তিনি বলেন, গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। তবে ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটকক্ষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। এর মধ্যে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। নতুন খসড়া অনুযায়ী এবার কেন্দ্রের সংখ্যা কিছুটা বেড়েছে।

সচিব আরও জানান, খসড়া তালিকা নিয়ে ভোটারদের যেকোনো দাবি ও আপত্তি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এরপর ১২ অক্টোবরের মধ্যে সব দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে এবং ২০ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা।

ইসি জানায়, আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com