এশিয়া কাপ মিশনে দারুণ সূচনা করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে লিটন দাসের দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ জুলাই) টস জিতে প্রথমে বল করে বাংলাদেশ। হংকংকে ১৪৩ রানে থামিয়ে ১৮ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার পারভেজ হোসেন ইমন ১৪ বলে ১৯ রান করে ফিরে যান ইনিংসের তৃতীয় ওভারে। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও কিছুক্ষণ উইকেটে থিতু থাকলেও পাওয়ার প্লে’র শেষ ওভারে বিদায় নেন। তখন দলের স্কোর ৪৭/২।
এই অবস্থায় ইনিংসকে স্থিরতা দেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। ঝুঁকিপূর্ণ শট না খেলে সাবধানী ব্যাটিংয়ে এগিয়ে যান দুজন। তৃতীয় উইকেট জুটিতে ৭০ বলে ৯৫ রানের জুটি গড়েন তাঁরা। ফিফটি পূর্ণ করে লিটন যখন ফিরছেন, তখন জয় থেকে মাত্র ২ রান দূরে বাংলাদেশ। ৩৯ বল খেলে ৬টি চারের সঙ্গে ১টি ছয় মেরে ৫৯ রান করেন লিটন।
শেষপর্যন্ত ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। তাওহিদ হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রান নিয়ে (৩৬ বল)।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। সিদ্ধান্তটি যে যথার্থ ছিল, প্রমাণ দেন পেসাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ এবং পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিব এনে দেন উইকেট। ৫ ওভার শেষে হংকংয়ের স্কোর দাঁড়ায় ৩০/২।
তবে এরপর মাঝের ওভারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হংকং। জিসান আলি ও নিজাকাত খানের জুটিতে আসে ৪১ রান। এরপর নিজাকাত খান ও ইয়াছিম মুর্তাজার জুটিতে আসে আরও ৪৬ রান (৩৪ বলে)। তবে শেষ ওভারে আবারও দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশের বোলাররা।
২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে হংকং থেমে যায় ১৪৩ রানে। বাংলাদেশের পক্ষে সমান ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।