November 24, 2025, 1:56 am

অ্যাপলের আইফোন ১৭ উন্মোচিত, দাম শুরু ৯৭ হাজার টাকা থেকে

  • Update Time : Thursday, September 11, 2025
  • 36 Time View

প্রযুক্তিপ্রেমীদের জন্য সুখবর—অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ অবশেষে উন্মোচিত হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কে অনুষ্ঠিত হয় ‘অ ড্রপিং’ শিরোনামের অনুষ্ঠান, যেখানে অ্যাপলের সিইও টিম কুক একাধিক নতুন পণ্যের ঘোষণা দেন।

স্টিভ জবসের প্রথা মেনে টিম কুকও নাটকীয়ভাবে মঞ্চে উঠে উপস্থাপন করেন নতুন প্রযুক্তির সম্ভার। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ঘোষণা ছিল আইফোন ১৭ সিরিজের চারটি নতুন মডেল: আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স।

সবচেয়ে সাশ্রয়ী মডেলটি (আইফোন ১৭) ৭৯৯ মার্কিন ডলার থেকে শুরু, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ হাজার টাকা (বর্তমান ডলার রেট অনুযায়ী)।

আইফোন ১৭

এই প্রথাগত মডেলটিতে রয়েছে:

৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে

১২০ হার্জ প্রো মোশন রিফ্রেশ রেট

নতুন ‘সেন্টার স্টেজ’ নামের উন্নত ফ্রন্ট ক্যামেরা

৪৮ মেগাপিক্সেল দ্বৈত রিয়ার ক্যামেরা

শক্তিশালী এ১৯ চিপ

স্ক্র্যাচ প্রতিরোধী সিরামিক ২ স্ক্রিন

এই মডেল ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজে বাজারে আসবে।

আইফোন ১৭ এয়ার

অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন (মাত্র ৫.৬ মিমি)।

টাইটানিয়াম ফ্রেম ও সিরামিক শিল্ড

৬.৫ ইঞ্চি প্রো মোশন ডিসপ্লে

এ১৯ প্রো, এন১ ও সি১এক্স চিপসেট

৪৮ মেগাপিক্সেল ফিউশন রিয়ার ক্যামেরা

১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা

২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট সংস্করণে আসবে

আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স

সিরিজের সবচেয়ে শক্তিশালী ও দামী মডেল।

নতুন অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন

ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম

এ১৯ প্রো চিপসেট

ট্রিপল ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা

৮ এক্স অপটিকাল জুম টেলিফটো

১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

প্রো মোশন ডিসপ্লে, সর্বোচ্চ ৩,০০০ নিট ব্রাইটনেস

অলওয়েজ-অন ডিসপ্লে, চার গুণ শক্তিশালী ব্যাক গ্লাস

প্রো: ৬.৩ ইঞ্চি, প্রো ম্যাক্স: ৬.৯ ইঞ্চি ডিসপ্লে

প্রো ও প্রো ম্যাক্স মডেল ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি সংস্করণে আসবে। বিশেষভাবে প্রো ম্যাক্সের একটি মডেলে থাকবে ২ টেরাবাইট স্টোরেজ।

অতিরিক্ত পণ্য ঘোষণা

অ্যাপল শুধু আইফোন নয়, একই ইভেন্টে আরও কিছু পণ্যের ঘোষণা দিয়েছে:

নতুন অ্যাপল ওয়াচ

উন্নত ফিচারের ইয়ারবাড

ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের নতুন সংস্করণ

অনুষ্ঠানে জানানো হয়েছে, খুব শিগগিরই আইফোন ১৭ সিরিজের প্রি-অর্ডার শুরু হবে এবং চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই গ্রাহকদের হাতে পৌঁছে যাবে নতুন ফোন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com