রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, শহীদ খানসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা রাজধানীতে ঝটিকা মিছিল করে জনশৃঙ্খলা ভঙ্গ ও নাশকতার চেষ্টা করেছিলেন।
ডিবির রমনা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার ইলিয়াস কবির জানিয়েছেন, রোববার রাতেই রাজধানীর বোরাক টাওয়ার থেকে শহীদ খানকে আটক করা হয়।
সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় এসেছিলেন সাবেক এই সচিব। গ্রেপ্তার হওয়া অন্য পাঁচজনও একই ঘটনায় জড়িত ছিলেন বলে ডিবি জানিয়েছে। তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।