মরণব্যাধি ক্যানসার মোকাবেলায় এক যুগান্তকারী সাফল্যের দাবি করলো রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা তৈরি করেছেন ‘এন্টারোমিক্স’ নামের একটি নতুন এমআরএনএভিত্তিক ক্যানসার ভ্যাকসিন, যা ক্লিনিকাল ট্রায়ালে সফল প্রমাণিত হয়েছে। ভ্যাকসিনটি এখন সাধারণ রোগীদের ওপর ব্যবহারের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (FMBA) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা। তিনি এই ঘোষণা দেন রাশিয়ার ইস্টার্ন ইকোনমিক ফোরামে।
কোভিড-১৯ মহামারির সময় আলোচনায় আসা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হয়েছে এই ভ্যাকসিনটি। এটি দুর্বল ভাইরাসের পরিবর্তে মানবদেহের কোষকে নির্দিষ্ট প্রোটিন তৈরিতে প্রশিক্ষণ দেয়, যেগুলো পরবর্তীতে ক্যানসার কোষকে শনাক্ত করে এবং আক্রমণ করে ধ্বংস করে।
এফএমবিএ জানায়, তিন বছরের প্রাক-ক্লিনিকাল পরীক্ষায় ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হয়েছে। বহুবার ডোজ নেওয়ার পরও এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল হলো— কিছু ক্ষেত্রে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে গেছে, অনেক ক্ষেত্রেই টিউমারের বৃদ্ধি থেমে গেছে বা ধীর হয়েছে ও রোগীদের বেঁচে থাকার হারও বেড়েছে।
কোন কোন ক্যানসারে ব্যবহার হবে?
প্রাথমিকভাবে, এন্টারোমিক্স ব্যবহার করা হবে কোলন ক্যানসার চিকিৎসায়।
তবে গবেষকরা ইতোমধ্যেই কাজ করছেন: গ্লিওব্লাস্টোমা (দ্রুত ছড়ানো মস্তিষ্কের ক্যানসার), মেলানোমা (ত্বক ও চোখের মারাত্মক ক্যানসার) চিকিৎসায় ভ্যাকসিন তৈরিতে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি ক্যানসার চিকিৎসায় একটি বড় ধরনের অগ্রগতি, যা ভবিষ্যতে রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।