November 23, 2025, 8:16 pm

৬ দিনে দেশে এলো ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স

  • Update Time : Sunday, September 7, 2025
  • 36 Time View

চলতি মাসের (সেপ্টেম্বর) প্রথম ছয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৬ হাজার ২৯৫ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৪ কোটি ডলার কম। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ৬ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৪১ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ের তুলনায় ৭২ কোটি ২০ লাখ ডলার বেশি। এতে রেমিট্যান্স প্রবাহে ১৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স, যা টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্ট মাসে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল সেই বছরের রেকর্ড। পুরো অর্থবছরজুড়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স, যা আগের অর্থবছর ২০২৩-২৪-এর তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ওই অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ:

জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট: ২২২.১৩ কোটি ডলার, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার, অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার, নভেম্বর: ২২০ কোটি ডলার, ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার, জানুয়ারি: ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার, মার্চ: ৩২৯ কোটি ডলার, এপ্রিল: ২৭৫ কোটি ডলার, মে: ২৯৭ কোটি ডলার ও জুন: ২৮২ কোটি ডলার।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com