অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এসব কর্মকাণ্ডের পেছনে যারা সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা রোধে সরকার সতর্ক রয়েছে। প্রধান উপদেষ্টা মনে করেন, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উৎসবের পরিবেশ নষ্ট করার চেষ্টা হতে পারে।
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, “গত বছরের দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থার ইতিবাচক অভিজ্ঞতা ছিল। এবারও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।”
ড. ইউনূস স্পষ্ট করে জানান, সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে হলে বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জনগণের নিরাপত্তা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে সরকার কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপরতা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।