November 24, 2025, 1:53 am

নির্বাচন যথাসময়ে হবে, শঙ্কা সৃষ্টি ঠিক নয়: মির্জা ফখরুল

  • Update Time : Sunday, September 7, 2025
  • 42 Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টি করার চেষ্টা চলছে, যা বাংলাদেশের মানুষ কখনোই সমর্থন করবে না। তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।”

রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ঠাকুরগাঁও বিএনপিকে নিজের সঙ্গে আবেগের সম্পর্কযুক্ত উল্লেখ করে ফখরুল বলেন, “বিএনপি প্রতিষ্ঠার পর এই জেলা সংগঠনটি শক্তিশালী ছিল। কিন্তু এরশাদ সরকারের সময় কঠোর দমন-পীড়নের মধ্যে সংগঠনের পতন ঘটে। তখন আমরা দায়িত্ব নিই এবং দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে আজকের অবস্থানে নিয়ে আসি।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছর আমরা সম্মেলনের কথাও ভাবতে পারিনি। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন এবং নেতাকর্মীদের ওপর নির্যাতনের কারণে সেই সুযোগই তৈরি হয়নি।”

বর্তমানে ঠাকুরগাঁও বিএনপি আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও সংগঠিত দাবি করে মির্জা ফখরুল বলেন, “পুরোনো ও নতুন নেতৃত্বের সমন্বয়ে আমরা আগামীকাল সফল একটি সম্মেলনের জন্য প্রস্তুত।”

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন, যা জেলা বিএনপির জন্য “একটি বড় অর্জন ও প্রেরণার উৎস।”

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। এবারের সম্মেলনকে ঘিরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারাও মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com