November 23, 2025, 11:20 pm

মহানবীর (সা.) জীবনাদর্শ বিশ্বশান্তি ও কল্যাণের পথে দিশারী: প্রধান উপদেষ্টা

  • Update Time : Friday, September 5, 2025
  • 28 Time View

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বে বিরাজমান দ্বন্দ্ব ও অস্থিরতা নিরসনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণই হতে পারে শান্তি, ন্যায় এবং কল্যাণের কার্যকর উপায়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে ঈদে মিলাদুন্নবী (সা.)।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “ধর্মীয় ও পার্থিব জীবনে হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম আদর্শ ও সুন্নাহ সমগ্র মানবজাতির জন্য শ্রেষ্ঠতম অনুসরণীয় পথ। এর মাধ্যমেই মুসলমানদের জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি।”

তিনি আরও বলেন, “বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ দিন। এ উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।”

বাণীতে তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেন, ‘হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপেই প্রেরণ করেছি’ (সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)। হজরত মুহাম্মদ (সা.) এসেছিলেন ‘সিরাজাম মুনিরা’— আলোকোজ্জ্বল প্রদীপ হিসেবে, যিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “মহানবী (সা.)-এর জীবন ‘উসওয়াতুন হাসানাহ’— সুন্দরতম আদর্শ। তার চারিত্রিক গুণাবলি, আল্লাহর প্রতি অগাধ আনুগত্য ও অপরিমেয় দয়ার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন বিশ্ব মানবতার পাথেয়।”

বাণীর শেষে তিনি বলেন, “মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মধ্য দিয়ে যেন মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় হয় এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, প্রগতি ও সমৃদ্ধি— এই প্রার্থনা করি। আমিন।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com