বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ও জয়া আহসান অভিনীত বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘ফেরেশতে’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। চলতি মাসেই মুক্তির সম্ভাবনা রয়েছে—১২ সেপ্টেম্বর তারিখটি প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে, তবে চূড়ান্ত ঘোষণা শিগগিরই আসছে।
স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ‘ফেরেশতে’ মুক্তির জন্য প্রস্তুত। ইতোমধ্যে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে, “শিগগিরই আসছে” চলচ্চিত্রটি।
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত এই চলচ্চিত্রে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক গল্প তুলে ধরা হয়েছে। জয়া আহসান শুধু প্রধান চরিত্রেই অভিনয় করেননি, ছবিটির সহপ্রযোজক হিসেবেও কাজ করেছেন।
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন: সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী।
২০২২ সালে নির্মিত ‘ফেরেশতে’ ইতোমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত হয়েছে। এবার দেশের দর্শকরাও সিনেমাটি বড় পর্দায় উপভোগের সুযোগ পাচ্ছেন।