বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচ শুরু থেকেই নাটকীয়তায় ভরপুর। বিদ্যুৎ বিভ্রাট দিয়ে খেলা শুরুর পর একবার বন্ধ হয় বৃষ্টির জন্য। এরপর খেলা কিছুটা এগোলেও শেষ পর্যন্ত অবিরাম বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.২ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১৬৪ রান তুলেছিল বাংলাদেশ।
নিয়মিত ওপেনারদের বিশ্রামে রাখায় অধিনায়ক লিটন দাস ওপেন করেন সাইফ হাসানকে সঙ্গে নিয়ে। দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ৩৯ রান। এরপর ৮ বলে ১২ রান করে বোল্ড হন সাইফ।
এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন লিটন। যদিও হৃদয়ের অবদান ছিল মাত্র ৯ রান। এ সময় মাঝখানে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় আধা ঘণ্টা। তবুও পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ৬৭ রান (১ উইকেটে)।
পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফেরেন শামিম হোসেন, যিনি লিটনের সঙ্গে গড়েন ৪৪ রানের জুটি। অধিনায়ক লিটন খেলেন ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭১ রানের ইনিংস। এর মধ্যে দুইবার জীবন পেয়েছিলেন—৩৭ ও ৬৭ রানে।
এই ইনিংসের মাধ্যমে লিটন টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটি ও মাহমুদউল্লাহর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৭৭টি ছক্কার রেকর্ড গড়েন।
লিটনের বিদায়ের ঠিক দুই বল পর শামিম (২২ বলে ৩৫) ধরা পড়েন উইকেটরক্ষকের গ্লাভসে। এরপর জাকের আলী (২০) ও নুরুল হাসান সোহান (২২)** দলের ইনিংসকে এগিয়ে নিতে থাকেন।
কিন্তু তখনই নেমে আসে দ্বিতীয় দফা বৃষ্টি, আর সেটিই হয়ে ওঠে ম্যাচের পরিসমাপ্তি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।