November 23, 2025, 6:56 pm

আগস্টে এলো ২৪২ কোটি ডলারের রেমিট্যান্স

  • Update Time : Monday, September 1, 2025
  • 29 Time View

সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর হার বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, প্রবাসী আয় প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়নের ফলেই রেমিট্যান্সে ইতিবাচক ধারা বজায় রয়েছে।

এর আগের মাস, জুলাইয়ে, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২৪৮ কোটি ডলার, যার মূল্য প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই ও আগস্ট) মিলিয়ে মোট রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৭৬ কোটি ডলার বেশি। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টে এ পরিমাণ ছিল ৪১৪ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় পৌঁছেছে সর্বোচ্চ রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

প্রবাসী আয়ের এই ধারা অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ডলারের সরবরাহে স্বস্তি আসায় আমদানি খাতে চাপ কমেছে এবং রিজার্ভ ব্যবস্থাপনাও কিছুটা স্বাভাবিক হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com