জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে চলমান মতবিরোধের প্রেক্ষাপটে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। এর মধ্যেই আজ রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং সে সময় সেনা ও পুলিশ সদস্যদের লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় এই উত্তেজনার সূচনা ঘটে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল তীব্র নিন্দা জানিয়েছে।
শনিবার অন্তর্বর্তী সরকারের এক জরুরি বৈঠকে নুরুল হকের ওপর হামলার ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে জানান, এই ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনতেই তদন্তের সিদ্ধান্ত।
প্রেস সচিব জানান, আজ রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে বিএনপি, জামায়াত ও এনসিপিকে পৃথকভাবে বৈঠকে ডেকেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকগুলো অনুষ্ঠিত হবে তাঁর সরকারি বাসভবন যমুনায়।
নির্ধারিত সময় অনুযায়ী— বিকেল ৪:৩০টা: জামায়াতে ইসলামী, সন্ধ্যা ৬:৩০টা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সন্ধ্যা ৭:৩০টা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে, তবে সময় সামঞ্জস্য করার চেষ্টা করব।”
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবও প্রধান উপদেষ্টার আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে বলে তাঁদের জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদী সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টির ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে। বিশেষ করে শুক্রবারের ঘটনায় জড়িত দল হিসেবে জাপার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যা বৈঠকে গুরুত্ব পেতে পারে।