গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে ‘সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ’ হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। একই সঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির বিষয়ে আইনগত দিক বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।”
তিনি আরও বলেন, “১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি দেশের মানুষের সঙ্গে বেঈমানি করেছে, রক্ত নিয়ে খেলেছে। তারা আবারও সেই পুরনো চরিত্রেই ফিরে এসেছে। আওয়ামী লীগকে সহযোগিতা করে তারা জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের প্রকৃত রূপ উন্মোচন করেছে।”
জাতীয় পার্টির ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, “জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে। এ বিষয়ে আমরা আইনগত দিকগুলো যাচাই-বাছাই করছি। প্রমাণ ও সংবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তীতে সেনা ও পুলিশি লাঠিপেটায় নুরুল হক নুর আহত হন। ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন জাতীয় পার্টির ভূমিকার কঠোর সমালোচনা করে দলটিকে নিষিদ্ধ করার দাবি তোলে।