চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। হাটহাজারী উপজেলার কিছু অংশ ও ক্যাম্পাসসংলগ্ন এলাকায় রোববার (৩১ আগস্ট) দুপুরে এ আদেশ কার্যকর করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানান, ক্রমবর্ধমান সহিংসতা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক বলেন, সংঘর্ষের পুনরাবৃত্তি রোধে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তবে, ১৪৪ ধারা জারির পরও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সকাল থেকে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চললেও দুপুর ৩টা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ঘটনাস্থলে পৌঁছাননি।
শেষ পর্যন্ত বিকেল ৪টার দিকে চবি ক্যাম্পাসে সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।