রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলাকারী ৩৫-৪০ জনের একটি দল পার্টির কার্যালয়ের নিচতলার লাইব্রেরির কিছু বই পুড়িয়ে দেয়।
জাপা চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী শনিবার এই তথ্য জানান। তিনি অভিযোগ করেন যে, হামলাকারীরা ‘গণঅধিকার পরিষদ’-এর নেতাকর্মী এবং তারা ইচ্ছাকৃতভাবে বই ও অন্যান্য সামগ্রী ধ্বংস করেছে।
এদিকে, জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনেও আজ উত্তেজনা তৈরি হয়। উত্তরার ৭ নম্বর সেক্টরে ‘সাধারণ মানুষ ও উত্তরার শিক্ষার্থীরা’ ব্যানারে একদল বিক্ষোভকারী তার বাড়ির সামনে কুশপুতুল পোড়ায় এবং জাপাকে ‘পতিত আওয়ামী লীগের সহযোগী’ আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ করার দাবি জানায়।
এসময় বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থান নেয়, কিন্তু বিক্ষোভকারীরা জাপা কার্যালয়ের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল, কাকরাইলে জাপা নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে, এবং পরিস্থিতি শান্ত করতে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, ঠাকুরগাঁও, খুলনা ও রাজশাহীতে জাপা অফিসে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।