প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের মূল ভিত্তি বা ‘বটম লাইন’ হচ্ছে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “আমাদের বটম লাইন হলো প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি—আপনারা এ দিকেই গুরুত্ব দেবেন।”
সিইসি জানান, নির্বাচনকে ঘিরে প্রচলিত রাজনৈতিক ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত চ্যালেঞ্জের পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য বড় হুমকি হয়ে উঠেছে। এ বিষয়ে প্রতিরোধে কমিশন একটি আলাদা সেল গঠনের পরিকল্পনা করছে।
তিনি বলেন, “ভুয়া তথ্য প্রতিরোধের দায়িত্বও নিতে হবে এবং সঠিক বার্তাগুলো প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে।”
নাসির উদ্দিন আরও বলেন, “আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ সব সময় ছিল। এটি ধরনের নয়, মাত্রার পার্থক্য। এখন হয়তো মাত্রাটা কিছুটা বেশি। এমন সব চ্যালেঞ্জ আসছে, যা আমরা আগে ভাবিনি।”
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি বলেন, “মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় যেন বার্তাগুলো স্পষ্টভাবে পৌঁছায়, সেটি নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণের খরচকে ব্যয় নয়, বরং বিনিয়োগ হিসেবে দেখতে হবে।”
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এতে কোনো সন্দেহ নেই।”
তিনি জানান, কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। বলেন, “জীবন চলে যেতে পারে, কিন্তু নির্বাচনে ফাঁকিবাজি বা ধোঁকাবাজি চলবে না।”
আনোয়ারুল ইসলাম আরও বলেন, “নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক স্মৃতি (Institutional Memory) দুর্বল হয়ে গেছে। এ কারণে অনেক ক্ষেত্রেই কমিশন হোঁচট খাচ্ছে।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনের মূল চালিকাশক্তি হবে প্রিজাইডিং অফিসাররা। তাদের দক্ষ ও শক্তিশালী করে তুলতে পারলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।”