বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে মধ্যপন্থী ও উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, এমন পরিস্থিতি বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে।
শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেন উদারপন্থী গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা জরুরি।”
তিনি আরও বলেন, “নির্বাচন হবেই এবং সময়মতোই হবে—এটাই জাতীয় স্বার্থে দরকার। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, এবং ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি বাড়বে।”
নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, “যদি সব রাজনৈতিক দল, প্রতিষ্ঠান এবং সরকার মিলে কাজ করে, তাহলে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পৌঁছানো সম্ভব।”
বিএনপির সংস্কারনীতি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে যে সকল সংস্কার হয়েছে, তার পেছনে মূল ভূমিকা পালন করেছে বিএনপি। আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিকে সংস্কারবিরোধী দেখানো হচ্ছে, যা ঠিক নয়।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “কিছু দুর্বৃত্তের জন্য আমাদের দীর্ঘদিনের লড়াই যেন নষ্ট না হয়। ভালো কাজ ও ঐক্যের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।”
তিনি আরও দাবি করেন, “জুলাই–আগস্টে ছাত্রদের আন্দোলনের পর সাধারণ মানুষ রাস্তায় নামায় ফ্যাসিবাদ পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজ জনগণ পরিবর্তন চায়, এবং তারা সেই পরিবর্তনের জন্য বিএনপির দিকেই তাকিয়ে আছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন। আরও বক্তব্য দেন আবদুস সালাম, অধ্যাপক জাহানারা লাইজু প্রমুখ।