November 24, 2025, 3:21 am

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি আটক

  • Update Time : Tuesday, August 26, 2025
  • 33 Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটককৃত ওই যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল, তিনি গায়েনার নাগরিক।

সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে ঢাকায় আসার পর তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় সাড়ে ৮ কেজি কোকেন, যার বাজারমূল্য আনুমানিক ১৩০ কোটি টাকা।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। সন্দেহভাজন যাত্রীটি রাত আড়াইটার দিকে ঢাকায় পৌঁছালে তার ব্যাগ স্ক্যান করে ২২টি ডিম্বাকৃতির প্যাকেটের মধ্যে ফয়েল পেপারে মোড়ানো কোকেন শনাক্ত করা হয়।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে এসব প্যাকেট খুলে পরীক্ষা করে নিশ্চিত হওয়া হয় যে, এতে কোকেন রয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটের পরীক্ষাতেও কোকেনের উপস্থিতি প্রমাণিত হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, আটক পেতুলা স্টাফেলকে আইনানুগ প্রক্রিয়ায় বিমানবন্দর থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com