পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর সারাদেশে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ঢাকা, কেরানীগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারীসহ বিভিন্ন জেলায় পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ জরিমানা আদায়, হাইড্রোলিক হর্ন জব্দ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাভারের আমিনবাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে ৯টি যানবাহন পরীক্ষা করে ৫টি যানবাহনের বিরুদ্ধে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ৯টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এবং প্রসিকিউটর ছিলেন পরিদর্শক নয়ন কুমার রায়।
অন্যদিকে, ঢাকার কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত এলাকায় বিআরটি’র সহায়তায় কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ৫টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পূর্ব সতর্কতা উপেক্ষা করে পুনরায় অপরাধ করায় ‘ভিক্টর ক্ল্যাসিক’ পরিবহনের একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪টি বাস ও ২টি ট্রাকচালকের বিরুদ্ধে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১১টি হর্ন জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত সুলতানা।
বড়ইতলা এলাকায় নির্মাণকাজে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে সংশ্লিষ্টদের ভবিষ্যতে আইন মেনে নির্মাণকাজ পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাইপাস মোড় এলাকায় তিনটি যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি চালকদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ একইসাথে চলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করে।