বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ফিক্সিংয়ের অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুর্নীতি দমনে আরও কঠোর হওয়ার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগের সাবেক শীর্ষ কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে বিশেষ দায়িত্ব দিয়েছে বিসিবি।
সোমবার ঢাকায় এসে মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মার্শাল। প্রথম দিনেই ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করাই তার মূল লক্ষ্য।
মার্শাল বলেন, “বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদের বিতাড়িত করাই আমার লক্ষ্য। ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দুর্নীতির ঝুঁকিতে থাকে। বিপিএল একটি জনপ্রিয় টুর্নামেন্ট, তাই এখানেও দুর্নীতিবিরোধী ব্যবস্থা আরও জোরালো করতে হবে। আমি নিশ্চিত করব, এটি পেশাদার, নিরাপদ ও স্বচ্ছ থাকে।”
তিনি জানান, “আজ আমার প্রথম দিন, তবে কাজ শুরু করে দিয়েছি। বিসিবি এবং প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে একান্তভাবে আলোচনা করেছি। ৩-৪ সপ্তাহের মধ্যে আমি একটি পরিকল্পনা উপস্থাপন করব, যা দীর্ঘস্থায়ী প্রতিরোধ ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করবে।”
দুর্নীতি প্রতিরোধে ক্রিকেটারদের সততা ও সচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছেন মার্শাল। তিনি বলেন, “বাংলাদেশের নারী-পুরুষ ক্রিকেটাররা যাতে দুর্নীতির প্রলোভনে না পড়ে, সেজন্য আমরা ইনটেগ্রিটি ইউনিটকে নতুনভাবে সাজাব। সবাইকে প্রয়োজনীয় শিক্ষা ও দিকনির্দেশনা দেওয়া হবে, যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং দুর্নীতিবাজরা সুযোগ না পায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেট বিশ্বের গুরুত্বপূর্ণ একটি অংশ। সমর্থকরা মাঠে খাঁটি ও ন্যায্য ক্রিকেট দেখতে চান। আমাদের কাজ হলো সেই আস্থা ও বিশ্বাস অটুট রাখা।”
বিসিবি প্রেসিডেন্ট, সিইও এবং বোর্ড পরিচালকরা মার্শালকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “তাদের সমর্থন পেয়েই আমি আত্মবিশ্বাসী। দুর্নীতি প্রতিরোধে আমরা সবাই মিলে কাজ করব।”