প্রতিনিধিত্বমূলক (Proportional Representation – PR) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিরোধিতা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতিকে সমর্থন করে না।
মঙ্গলবার সন্ধ্যায় থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না। এই দেশে মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত নয়, বোঝেও না। ইভিএম ব্যবহারের ক্ষেত্রেও অনেক দিন লড়াই করে তা বাদ দিতে হয়েছে। পিআর পদ্ধতিতে সরাসরি ভোটাধিকার ব্যাহত হয়, যা আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে যায় না।”
তিনি আরও বলেন, “এই ব্যবস্থায় জনগণ বুঝতেই পারবে না তারা কাকে ভোট দিচ্ছে। এতে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের অধিকার ক্ষুণ্ন হয়। বাংলাদেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত। পিআর পদ্ধতি এখানে গ্রহণযোগ্য নয়।”
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্কার ছাড়া কেউ যদি নির্বাচনে না যেতে চায়, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। তবে আমরা মনে করি, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জনগণ সেটাই চায়।’