November 24, 2025, 1:52 am

ডাকসু নির্বাচন: ২২ ভোটারের বিপরীতে একজন প্রার্থী

  • Update Time : Tuesday, August 19, 2025
  • 94 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ মিলিয়ে আসন্ন নির্বাচনে মোট ১,৭৯১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চূড়ান্ত ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। অর্থাৎ গড় হিসেবে প্রতি ২২ ভোটারের বিপরীতে একজন প্রার্থী নির্বাচনে লড়ছেন।

সোমবার (১৮ আগস্ট) ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ এবং হল সংসদের ১৩টি পদের জন্য মনোনয়ন ফরম বিতরণ করা হয়। প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছিল ৩০০ টাকা।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে মোট ৫৬৫টি এবং ১৮টি হল সংসদের জন্য ১,২২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ৯৭ জন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ২৯ জন মনোনয়নপত্র নিয়েছেন।

এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, জগন্নাথ হলে ৬৬ জন, ফজলুল হক মুসলিম হলে ৭৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩ জন, রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪ জন, শামসুন নাহার হলে ৩৭ জন, কবি জসীম উদ্দীন হলে ৭৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০ জন, অমর একুশে হলে ৮৪ জন, কবি সুফিয়া কামাল হলে ৪০ জন, বিজয় একাত্তর হলে ৮৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র নিয়েছেন।

সর্বশেষ নির্বাচনে ডাকসুর কেন্দ্রীয় সংসদে ভিপি, জিএসসহ পদ ছিল ২৫টি। এবার নতুন তিনটি পদ যুক্ত করায় মোট পদ হয়েছে ২৮টি।

কেন্দ্রীয় সংসদে পদগুলো হলো- সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, সমাজসেবা সম্পাদক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক এবং ১৩ টি নির্বাহী সদস্য পদ।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০,৮৭১ জন এবং ছাত্রী ১৮,৯০২ জন।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে আগ্রহ ও প্রতিযোগিতা দুই-ই বেড়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com