আসন্ন বাংলাদেশ-আফগানিস্তান সাদা বলের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী, সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
এই সফরে দুটি দল ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। সিরিজ শুরু হবে ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৪ ও ৬ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ— ম্যাচ তিনটি হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান বলেন, “বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এটি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যুতেও মানসম্মত ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতি প্রমাণ করে।”