বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি বিভাজনের রাজনীতি করে না বরং সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়।
শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জে এম সেন হলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ।
আমীর খসরু বলেন, “যখন কোনো মহামানব জন্মগ্রহণ করেন, তিনি সবার মঙ্গলের জন্য কাজ করেন। শ্রীকৃষ্ণ অবিচার থেকে মানবজাতিকে মুক্ত করতে জন্ম নিয়েছিলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি আরও বলেন, “আজকের বিশ্বে সহিংসতা, হানাহানি চলছে। সহনশীলতা জরুরি। যারা ধর্ম, বর্ণ, সংস্কৃতির নামে সহিংসতা চালায়, তারা আসলে মানবতার পরিপন্থী।”
‘অসাম্প্রদায়িক’ শব্দ নিয়ে প্রশ্ন তুলে আমীর খসরু বলেন, “আমাকে অসাম্প্রদায়িক বলা হয়, কিন্তু সেটি বলার দরকার কী? বাংলাদেশের সংবিধানেই তো সব মানুষের সমান অধিকার বলা আছে। সংবিধান মানলে দেশটা এমনিতেই অসাম্প্রদায়িক হওয়া উচিত।”
‘সংখ্যালঘু’ শব্দকেও অপ্রাসঙ্গিক দাবি করে তিনি বলেন, “আমরা সবাই বাংলাদেশি। সকল নাগরিকের অধিকার নিশ্চিত করাই সরকারের কাজ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে কেউ বিভাজনের রাজনীতি করে টিকে থাকতে পারেনি। আমাদের নতুন প্রজন্ম একটি নতুন বাংলাদেশ গড়তে চায়, যেখানে থাকবে না কোনো বিভাজন। থাকবে সব ধর্ম ও সংস্কৃতির সহাবস্থান।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রূপু এবং মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাঁশখালীর ঋষিধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচিদানন্দ পুরী মহারাজ।