November 24, 2025, 12:30 am

ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, হয়নি চুক্তি তবে সম্পর্ক স্বাভাবিকের আভাস

  • Update Time : Saturday, August 16, 2025
  • 28 Time View

যুক্তরাষ্ট্রের আলাস্কায় এক ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টা স্থায়ী এ বৈঠককে “ইতিবাচক” বলে আখ্যা দিলেও, শেষ পর্যন্ত কোনো চুক্তি কিংবা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পুতিনকে আগে কথা বলতে দেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট জানান, উভয় দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, তবে সেগুলোর বিস্তারিত প্রকাশ করেননি তিনি। পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে দীর্ঘস্থায়ী সমাধান চাইলে হামলার পেছনের মূল কারণগুলো দূর করতে হবে।

তিনি আরও জানান, আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা তৈরি হয়েছে। তার দাবি, ট্রাম্প যদি আগেই প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ইউক্রেনে হামলা নাও হতো।

ট্রাম্প জানান, দুই নেতা অনেক বিষয়ে একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ রয়ে গেছে। তিনি বলেন, “আমরা বেশিরভাগ বিষয়ে একমত হয়েছি, তবে বড় কিছু বিষয়ে নয়। এখনো চুক্তির সময় আসেনি।”

তিনি আরও জানান, বৈঠকের বিষয়বস্তু ন্যাটো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অবহিত করা হবে।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে পুতিন ট্রাম্পকে মস্কোতে আসার আমন্ত্রণ জানান। উত্তরে ট্রাম্প বলেন, ভবিষ্যতে মস্কোতে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

তবে সম্মেলনে কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর দেননি দুই নেতা, যদিও উপস্থিত গণমাধ্যম কর্মীরা বারবার প্রশ্ন করার চেষ্টা করেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com