সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শনিবার রাত ১০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, ফারুকী সেদিন রাতে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল থেকে বিমানবাহিনীর অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে যান। পরে বিশেষ হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানান, উপদেষ্টা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে ডিহাইড্রেশনে ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী বলেন, সরকারি সফরের অংশ হিসেবে তাকে যথাযথ প্রটোকল দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চার দিনের সরকারি সফরে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কক্সবাজার পৌঁছান ফারুকী। শনিবার বিকেল পর্যন্ত তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।