November 23, 2025, 8:29 pm

প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ

  • Update Time : Wednesday, August 13, 2025
  • 28 Time View

বেতন কাঠামোতে সমতা আনাসহ কয়েকটি দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

সারা দেশ থেকে আসা শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় জড়ো হয়েছেন। অনেকেই আন্দোলনে অংশ নিতে আগের দিনই রওনা দেন বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

সমাবেশের পরপরই শিক্ষকরা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার প্রস্তুতি নিচ্ছেন। সকাল ৯টা থেকেই প্রেসক্লাবের সামনে শিক্ষকরা জড়ো হতে শুরু করেন। ঘণ্টাখানেকের মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ফলে সড়কের এক পাশে যান চলাচল ব্যাহত হয়।

সমাবেশে অংশ নেওয়া কুমিল্লার মাদ্রাসাশিক্ষক মিজানুর রহমান বলেন, “সরকারি শিক্ষকদের মতো আমরাও পরিশ্রম করি, কিন্তু তারা মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়ি ভাড়া পান, আমরা পাই মাত্র এক হাজার টাকা। এই টাকায় কি ঢাকায় বা কোনো শহরে বাসা ভাড়া পাওয়া সম্ভব?”

বাড়ি ভাড়া সমতার পাশাপাশি আন্দোলনকারীরা সরকারি চাকরিজীবীদের মতো চিকিৎসা ও উৎসব ভাতা এবং এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণেরও দাবি জানিয়েছেন।

সমাবেশ ঘিরে প্রেসক্লাব, সচিবালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com