November 23, 2025, 11:16 pm

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

  • Update Time : Wednesday, August 13, 2025
  • 27 Time View

চোখের ফলোআপ চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সকাল ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগের অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলোআপের অংশ হিসেবে মির্জা ফখরুল ব্যাংককের রুটনিন আই হাসপাতালে যাচ্ছেন। গত ১৪ মে সেখানে তাঁর চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হয়েছিল।

ব্যাংকক যাত্রার আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় তাঁর সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন। তাঁরা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দলের সার্বিক বিষয় নিয়েও আলোচনা করেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com