জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), জাবি শাখা।
শুক্রবার (৮ আগস্ট) রাত পৌনে নয়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বাগছাস নেতারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার ছাত্রলীগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড, হল নিয়ন্ত্রণ, সিট দখল, গণরুম, গেস্টরুম এবং র্যাগিংয়ের মতো অপসংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল।
তারা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একটি নতুন বাংলাদেশ গড়ার পথে যাত্রা শুরু করেছে, যেখানে গণরুম, গেস্টরুম ও র্যাগিংয়ের মতো নিপীড়নমূলক সংস্কৃতি থাকবে না—এটাই ছিল সকলের আকাঙ্ক্ষা।”
বাগছাস নেতৃবৃন্দ বলেন, “এমন সময় ছাত্রদলের হলভিত্তিক কমিটি গঠন সেই আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এতে র্যাগিং, গেস্টরুম এবং সিট দখলের পুরনো অপসংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনাকে প্রতারণা করার সামিল।”
তারা আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল যদিও বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু আজ তারা সেই একই ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি করছে, যা হতাশাজনক।
সংগঠনটি মনে করে, ছাত্রদলের এ সিদ্ধান্ত দেশে ফ্যাসিবাদবিরোধী ছাত্র রাজনীতিকে বিভ্রান্ত করার চেষ্টা।
সংবাদ সম্মেলনের শেষদিকে বাগছাস জাবি শাখা বিশ্ববিদ্যালয়ের সকল সচেতন শিক্ষার্থী, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহকে এই ‘অপরাজনীতির’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানায়।