অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে, তাদের দায়িত্ব পালনের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে এবং এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্ব, যার মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা একটি ভালো নির্বাচন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি চলমান সংস্কার ও বিচার কার্যক্রমও অব্যাহত থাকবে।”
সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্য দিয়েই সরকারের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হলো।
শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ের প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা।”
তবে তিনি এও জানান যে, নির্বাচনের পাশাপাশি সরকার সংস্কার ও বিচারিক কার্যক্রমকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে। সংশ্লিষ্ট সব বিভাগকে এ বিষয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।