ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি), এবং আসন্ন ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে জানান, আগামী রোজার আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেওয়া হবে।
প্রধান উপদেষ্টার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসি রহমানেল মাছউদ বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।”
তিনি আরও জানান, “আমরা নির্বাচন আয়োজনে প্রস্তুত আছি। সাধারণত ভোটের তারিখের ৫০ থেকে ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হয়। সে হিসেবে ডিসেম্বরেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।”