শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ঝলকেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান। ফ্লোরিডার লডারহিলে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল সফরকারীরা।
টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৮৯ রান। ইনিংসের মূল ভিত্তি গড়েন দুই ওপেনার—ফারহান করেন ৫৩ বলে ৭৪ রান (৩ চার, ৫ ছক্কা) আর সাইম খেলেন ৪৯ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস (৪ চার, ২ ছক্কা)। শেষ দিকে ইফতিখার আহমেদের ৯ বলে ১৮ রানের ছোট কিন্তু কার্যকর ঝড়ও স্কোরবোর্ডে বাড়তি পুঁজি যোগ করে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, রোস্টন চেজ ও শামার জোসেফ।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ভালো সূচনা পেলেও মাঝপথে নিয়মিত উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। দলটির হয়ে আলিক আথানজে ৪০ বলে ৬০ ও শেরফাইন রাদারফোর্ড ৩৫ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন। কিন্তু বাকিদের ব্যর্থতায় ২০ ওভারে ৬ উইকেটে থেমে যায় ১৭৬ রানে।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ ছিলেন বাঁহাতি লেগস্পিনার সুফিয়ান মুকিম—৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ১টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া হাসান আলি, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবও প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
দুই ওপেনারের ব্যাটে গড়া ভিত ও দলীয় বোলারদের সম্মিলিত প্রয়াসেই সিরিজের শেষ ম্যাচ জিতে মাঠ ছেড়ে যায় পাকিস্তান, সঙ্গে নিয়েই যায় ট্রফি।