বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। দেশে নানা অপচেষ্টায় বিভাজন সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, “হাসিনা ও তার অনুসারীরা ভারতের আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে বাংলাদেশে হামলার হুমকি দিচ্ছেন।”
আজ রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “তারা শুধু হুমকির মধ্যেই থেমে নেই, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নানা চেষ্টাও করছে। আমাদের আজ শপথ নিতে হবে—এই ফ্যাসিবাদী সরকারকে আর কখনো রাজনীতির মঞ্চে ফিরে আসতে দেব না। কারও কাছে মাথা নত করব না। আত্মনির্ভরশীল হয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “আমাদের বর্তমান লড়াই হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগোতে হবে।”
তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, “লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এখন গোটা দেশ অপেক্ষায়—নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন। তিনি নেতৃত্ব দেবেন, আমাদের দিকনির্দেশনা দেবেন। আমরা সবাই সেটাই প্রত্যাশা করছি।”