মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পড্ডার অভিনীত এই সিনেমাটি মুক্তির ১৪ দিনের মাথায় প্রায় ৬০০ কোটি টাকা আয় করে চমক সৃষ্টি করেছে।
গত ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ মুক্তির আগেই আলোচনায় ছিল, আর মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। যশরাজ ফিল্মস প্রযোজিত এ ছবির বাজেট ছিল ৪৫ কোটি রুপি (প্রায় ৬৩ কোটি ২০ লাখ টাকা)।
চলচ্চিত্র বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ‘সাইয়ারা’ আয় করে ২১.৫ কোটি রুপি। এরপর প্রতিদিনই আয়ের ধারাবাহিকতা বজায় রাখে ছবিটি।
পরবর্তী ১৩ দিনের আয় নিচে দেওয়া হলো: ২য় দিন: ২৬ কোটি রুপি, ৩য় দিন: ৩৫.৭৫ কোটি রুপি, ৪র্থ দিন: ২৪ কোটি রুপি, ৫ম দিন: ২৫ কোটি রুপি, ৬ষ্ঠ দিন: ২১.৫ কোটি রুপি, ৭ম দিন: ১৯ কোটি রুপি, ৮ম দিন: ১৮ কোটি রুপি, ৯ম দিন: ২৬.৫ কোটি রুপি, ১০ম দিন: ৩০ কোটি রুপি, ১১তম দিন: ৯.২৫ কোটি রুপি, ১২তম দিন: ১০ কোটি রুপি, ১৩তম দিন: ৭.৫ কোটি রুপি, ১৪তম দিন: ৬.৫ কোটি রুপি।
১৪ দিনে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩২৮.৫ কোটি রুপি (গ্রস)। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৯৭ কোটি রুপি। সব মিলিয়ে ‘সাইয়ারা’-র বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪২৫.৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯৫ কোটি ২৫ লাখ টাকা।
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনের আয়ের তালিকায় ‘সাইয়ারা’ রয়েছে চতুর্থ স্থানে। তার আগে রয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’, সালমান খানের ‘সিকান্দার’ এবং অক্ষয় কুমারের ‘হাউজফুল ৫’।
আহান পান্ডের জন্য এটি অভিষেক ছবি হলেও তিনি এর মধ্যেই দর্শকদের মন জয় করেছেন। অনীত পড্ডাও মূলধারার সিনেমায় প্রথমবার বড় সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। সফলতা ধরে রাখলে ‘সাইয়ারা’ হতে পারে বছরের অন্যতম ব্লকবাস্টার।