রাজধানীর শাহবাগ মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। তাদের প্রধান দাবি— জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে অন্তর্ভুক্তি।
আজ শুক্রবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, আন্দোলনকারীদের একটি অংশ বৃহস্পতিবার রাতেই শাহবাগ মোড়ে অবস্থান নেয়। আজ সকালে আরও অনেক আন্দোলনকারী সেখানে এসে যোগ দেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, থেমে থেমে বৃষ্টি হলেও আন্দোলনকারীরা শাহবাগ মোড় পুরোপুরি অবরোধ করে রেখেছেন। ফলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যানবাহনগুলোকে বিকল্প রুটে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান ওসি।
শুক্রবার সকাল ১১টার দিকে এই অবস্থান শুরু হয়। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রী দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকেন, কেউ কেউ বাধ্য হয়ে গন্তব্যে পায়ে হেঁটে রওনা হন।
তবে পুলিশ জানিয়েছে, ছুটির দিন হওয়ায় স্বাভাবিক সময়ের তুলনায় ভোগান্তি কিছুটা কম হয়েছে।