রাজধানী ঢাকায় রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ১২ ঘণ্টায় ঢাকায় প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সোমবারও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, যার প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। দেশের মধ্যে গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে—পরিমাণ ছিল ৮১ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি। ঢাকাতেও অনেক জায়গায় বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।
বর্তমানে শ্রাবণের মাঝামাঝি সময়, আর বর্ষা মৌসুমের এই সময়েই সাধারণত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এ পর্যন্ত দেশের বেশির ভাগ অঞ্চলে স্বাভাবিক বৃষ্টির ধারা বজায় থাকলেও, রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টিপাত কিছুটা কম বলে জানিয়েছে অধিদপ্তর।
তবে টানা বৃষ্টির পরও গরমের কষ্ট কমেনি। বৃষ্টির পর জমে থাকা জলীয় বাষ্পের কারণে সৃষ্টি হচ্ছে ভ্যাপসা গরম, যা জনজীবনে অস্বস্তি বাড়াচ্ছে।