যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য আনার অংশ হিসেবে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
এর আগে, বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা ছিল বাংলাদেশের। তবে এবার সংখ্যা বাড়িয়ে ২৫টি করা হয়েছে বলে জানান সচিব।
গত সপ্তাহেই মাহবুবুর রহমান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে সরকার বোয়িং থেকে উড়োজাহাজ কেনার পাশাপাশি প্রায় ৩ লাখ টন গম আমদানির পরিকল্পনা করছে।
তবে এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিমানের মুখপাত্র এ বি এম রওশন কবির বলেন, “বোয়িংয়ের উড়োজাহাজ কেনা নিয়ে বিমান কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি।”