চূড়ান্ত হয়েছে ২০২৫ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এশিয়া কাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সভাপতি মোহসিন নাকভি। তিনি জানান, পূর্ব নির্ধারিত সময়ানুসারে সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। মূল আয়োজক ভারত হলেও নিরাপত্তাজনিত কারণে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
ঘোষণার আড়াই ঘণ্টা পর আরেকটি পোস্টে তিনি চূড়ান্ত সূচিও প্রকাশ করেন। তবে এখনো ম্যাচগুলোর নির্দিষ্ট ভেন্যু ও সময় জানানো হয়নি।
২০২৫ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অংশগ্রহণকারী আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
কোন দল কোন গ্রুপে:
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং
গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোর পর্বে, যা অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল মুখোমুখি হবে ২৮ সেপ্টেম্বরের ফাইনালে।