জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামাল হায়দার বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন যে চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা ও তারিখ ঘোষণা করবেন। দেশের চলমান অরাজকতার একমাত্র সমাধান হলো নির্বাচন, যা সরকারও বুঝতে পেরেছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এটি নৈরাজ্যের অবসান ঘটাবে এবং দেশের বিভিন্ন সমস্যার সমাধানে পথ দেখাবে।”
বৈঠকের পরে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশে আইনশৃঙ্খলার অবনতি প্রধান সমস্যা হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ কোনো অভিযান জরুরি।
জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছেন।
ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন, তারা প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য অনুরোধ করেছেন। নির্বাচিত সরকার আসলে দেশে সন্ত্রাস কমবে বলেও জানান তিনি।
এর আগে প্রধান উপদেষ্টা দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আজ বিকেলে তিনি আরও ১৪টি দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।