November 24, 2025, 12:28 am

৭ জেলায় ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ঝড়ের সতর্কতা

  • Update Time : Friday, July 25, 2025
  • 29 Time View

দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এই ধারা আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকতে পারে।

এ পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নৌযান ও নদীবন্দর সংশ্লিষ্টদের সতর্কভাবে চলাচলের অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com