ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ বিষয়ে ঘোষণা দেন। তার এ ঘোষণার পর ইউরোপের এই প্রভাবশালী দেশের পদক্ষেপটি প্রশংসা ও সমালোচনার সম্মুখীন হয়েছে।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি মাখোঁর ঘোষণার খবর নিশ্চিত করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মাখোঁ জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
তিনি বলেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় চলমান যুদ্ধ বন্ধ করা এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা।”
মাখোঁ আরও লিখেন, “শান্তি সম্ভব। এখনই যুদ্ধবিরতি দরকার, বন্দিদের মুক্তি নিশ্চিত করতে হবে এবং গাজার জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তা পৌঁছাতে হবে। একইসঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজাকে নিরাপদ করে পুনর্গঠন করতে হবে এবং একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে হবে।”
তিনি জানান, এই প্রক্রিয়ায় ফিলিস্তিনকে অস্ত্র ত্যাগে সম্মত হতে হবে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। তার মতে, এ পথেই আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত হতে পারে এবং এর কোনো বিকল্প নেই।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, “ফ্রান্সের নাগরিকরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। এটি শুধু ফরাসি নয়, বরং ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদারদেরও দায়িত্ব—প্রমাণ করা যে শান্তি অর্জন সম্ভব।”
তিনি আরও জানান, এ বিষয়ে একটি চিঠি লিখে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অবহিত করা হয়েছে।