রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশু আইমান (১০) মারা গেছে। শুক্রবার সকাল ৯টা ৩২ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আইমানের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের আজ শুক্রবার সকাল ১০টার হালনাগাদ তথ্যানুযায়ী, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫১ জন।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। পরে ওই রাতেই আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান, যার ফলে তখন মৃতের সংখ্যা বেড়ে ৩২ হয়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ২০ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ২ জন অভিভাবক নিহত হয়েছেন। বিমান বিধ্বস্তের এ মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।