রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও একাধিক দেশ, যার মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান ও জাপান।
ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয় থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়, “জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।”
একই সঙ্গে মঙ্গলবারের রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে জাতিসংঘ একাত্মতা প্রকাশ করেছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় লিখেছে, “আমরা গভীরভাবে মর্মাহত। নিহত ও আহতদের পরিবার এবং বাংলাদেশের জনগণের পাশে আছি।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া বার্তায় বলেন, “ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থীর প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং যেকোনো সহযোগিতায় প্রস্তুত।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্সে দেওয়া এক বার্তায় বলেন, “বাংলাদেশে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এ দুঃসময় বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে পাকিস্তান সংহতি প্রকাশ করছে।”
এদিকে, ঢাকায় জাপান দূতাবাসও এক শোকবার্তায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে।
জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স (অন্তর্বর্তী) নাওকি তাকাহাশি বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ সম্প্রতি এই প্রতিষ্ঠানে জাইকার সঙ্গে যৌথভাবে ‘পিস ফ্লাওয়ার’ প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এই দুঃসময়ে জাপান বাংলাদেশের পাশে রয়েছে এবং আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”