উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করার অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে প্রেস উইং জানায়, “সরকার অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে—নিহত ও আহতদের সংখ্যা গোপন করার কোনো প্রশ্নই ওঠে না। এ ধরনের দাবি সম্পূর্ণরূপে অসত্য ও বিভ্রান্তিকর।”
বিবৃতিতে আরও বলা হয়, “দুঃখজনক এই দুর্ঘটনায় নিহত ও আহত প্রত্যেকের জন্য সরকার সর্বাত্মক সহায়তা দিচ্ছে। যেসব মরদেহ এখনও শনাক্ত হয়নি, সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে।”
আহতদের চিকিৎসা প্রসঙ্গে বলা হয়, “ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।”
সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট হাসপাতালসমূহ যৌথভাবে আহত ও নিহতদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করছে বলেও বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, “ঘটনার পর থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কেউ নিখোঁজ থাকলে অনতিবিলম্বে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। নিখোঁজদের শনাক্তে স্কুলের রেজিস্ট্রি ও অন্যান্য নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
সরকার সবার প্রতি আহ্বান জানিয়েছে, যেন এই সংবেদনশীল সময়ে গুজব বা অপপ্রচারে কান না দিয়ে তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণ করা হয়।