November 23, 2025, 11:13 pm

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-ব্লকেড

  • Update Time : Wednesday, July 16, 2025
  • 32 Time View

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং সমর্থকরা।

আজ বুধবার রাজধানীর উত্তরা ও শাহবাগে ব্লকেড অনুষ্ঠিত হয়। সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা, নবীনগর ও জিরানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকা এবং বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত নবীনগর এলাকায় মহাসড়ক অবরুদ্ধ ছিল।

এ সময় মহাসড়ক দুটির উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুলবলেছিলেন, ‘কেন্দ্র সিদ্ধান্ত নিলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।’ সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘ব্লকেডের জন্য কিছু সময় সড়কে যানচলাচল স্থবির ছিল, এখন স্বাভাবিক রয়েছে।’

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিকেল ৫টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাঁশ ফেলে অবরুদ্ধ করে রেখেছিলেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

অবরোধ চলাকালে দেশের ব্যস্ততম এই মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এনসিপি নেতারা গোপালগঞ্জে হামলার নিন্দা ও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান।

বিকেলে মানিকগঞ্জের জাগীর এলাকায় প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন নেতাকর্মীরা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com